দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার কৃষকদলের আহ্বায়ক তেীহিদুল ইসলাম খানকে (ফয়সাল) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) কৃষকদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাউফল উপজেলা শাখার কৃষকদলের আহ্বায়কের পদ থেকে ফয়সালকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক গাজী মো. জাহাঙ্গীর হোসেনকে বাউফল উপজেলা শাখার কৃষকদলের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। কৃষকদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে,তার বিরুদ্ধে এক সাংবাদিকের বিপুল পরিমান গাছ কেটে নেওয়ার অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ২৮ ডিসেম্বর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে পুলিশের উপস্থিতিতে কালাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম আহম্মেদের (তুহিন) ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। ওই ঘটনার সঙ্গে ফয়সার জড়িত ছিলেন। সাংবাদিকেরা ওই হামলা ও মারামারির ঘটনার ভিডিও ও ছবি তুলতে গেলে ফয়সাল সাংবাদিকদের গালাগাল করেন।
এমআর