চট্টগ্রামের ফটিকছড়িতে ৫ কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় দুটি সড়ক কার্পেটিং এবং একটি কালবার্ট নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির মোট মূল্য ৪ কোটি ৮৪ লাখ ৬৩ হাজার ৭৬৯ টাকা।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন।
উদ্বোধনকালে জানানো হয় যে, পৌরসভার ৪নং ওয়ার্ডের বারৈয়ারহাট এলাকায় ১.৬৫ কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ এবং ৫নং ওয়ার্ডের বাবু নগর সড়কে একটি কালবার্ট নির্মাণ করা হবে। এছাড়া, ৯৫০ মিটার সড়কের কার্পেটিং কাজও এই প্রকল্পের আওতায় সম্পন্ন হবে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের যাতায়াত সুবিধা অনেকাংশে উন্নত হবে এবং এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফটিকছড়ি সমবায় কর্মকর্তা আব্দুস শহীদ ভূইয়া, পৌর ইঞ্জিনিয়ার রাজিব বড়ুয়া এবং এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা সবাই এই প্রকল্পের কার্যকর বাস্তবায়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণের সেবার মান আরও উন্নত করার উপর গুরুত্বারোপ করেন।
এআই