কিশোরগঞ্জের ইটনায় মসজিদে দানকৃত একটি আম উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে ১৬শ’ টাকা বিক্রি হয়েছে। আমটি কিনেছেন লাইমপাশা পশ্চিমগ্ৰাম জামে মসজিদের ইমাম হয়রত মাওলানা মাসুম বিল্লাহ।
শুক্রবার (১০ জানুয়ারি) ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে।
মাওলানা মাসুম বিল্লাহ বলেন, মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত ডাকাডাকির মাধ্যমে বিক্রি করা হয়। এইসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এতো দামে কিনেছি।
মহল্লার মুসল্লি আক্তার হোসেন বলেন, মহল্লা থেকে মসজিদে দানকৃত সব কিছু জুম্মা নামাজের পূর্বে ডাকাডাকির মাধ্যমে বিক্রি করা হয়। এতে মহল্লার সকল মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজকে এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এইসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যায় করা হয়। জুম্মা নামাজে আসা মুসল্লিরা আনন্দ উল্লাসে এই ডাকাডাকিতে অংশগ্রহণ করেন।
জানা গেছে, প্রতি জুম্মায় এমন কিছু না কিছু দানের জিনিসপত্র ডাকাডাকির মাধ্যমে চড়া দামে বিক্রি করা হয়। গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
এইচএ