ভোলার লালমোহন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিদেশি শর্টগান উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালমা ইউনিয়নের মধ্য কালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, ওই বিদ্যালয়ের মাঠে ব্যাডমিন্টন র্যাকেটের ভেতর একটি শর্টগান পড়ে আছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শর্টগানটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, গত জুলাই-আগস্ট আন্দোলনের সময় বাংলাদেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এটি সেই লুট হওয়া অস্ত্র কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। শর্টগানের গায়ে একটি নম্বর রয়েছে। ওই নম্বরের সূত্র ধরে এর প্রকৃত কারণ বের করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
এইচএ