বাগেরহাটে বন্ধ হয়ে যাওয়া রপ্তানিমুখী ১৭টি শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে রাস্তায় নেমেছে প্রতিষ্ঠানগুলোর কর্মরত কয়েক হাজার শ্রমিক ও কর্মকর্তা কর্মচারী।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি এলাকায় ওই প্রতিষ্ঠান শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্হান ধর্মঘট করে।
মানববন্ধনে শ্রমিকরা বন্ধ হয়ে যাওয়া লখপুর গ্রুপের এসব কারখানা দ্রুত খুলে দিয়ে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে ছেলে-মেয়েদের পড়াশুনা, চিকিৎসা ও সংসারের ব্যয়ভার বহনের সুযোগ দানের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।
উল্যেখ্য, বিগত আওয়ামী সরকারের নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই কারখানাগুলো বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আমজাদ হোসেন।।
এইচএ