এইমাত্র
  • রামু থানার ৩ এসআইসহ চারজনকে একযোগে বদলি
  • বড় চমক রেখে কোপার স্কোয়াড ঘোষণা ব্রাজিলের
  • অবতরণের পর রানওয়েতেই বন্ধ হয়ে গেছে উড়োজাহাজ
  • শেষের রোমাঞ্চে ৫ রানে জিতল বাংলাদেশ
  • সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • মাধবপুরে গাঁজাসহ আটক ১
  • হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ৪
  • বিরামপুর সীমান্তে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার
  • ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৫
  • সংবাদ প্রকাশের পর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে সেই প্রতিবন্ধী সুজনের
  • আজ শুক্রবার, ২৭ বৈশাখ, ১৪৩১ | ১০ মে, ২০২৪
    দেশজুড়ে

    উপজেলা নির্বাচনে কোন অনিয়ম ছাড় দেয়া হবে না: ইসি হাবিব

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পিএম
    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পিএম

    উপজেলা নির্বাচনে কোন অনিয়ম ছাড় দেয়া হবে না: ইসি হাবিব

    সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পিএম

    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. আহসান হাবিব খান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন শতভাগ প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে এখানে কোন প্রার্থীর বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেহ কোন ধরনের অনিয়ম করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে সরকার প্রধান সহ নির্বাচন কমিশন শতভাগ কঠোরতা অবলম্ভন করছেন কোথাও কোন অনিয়ম হলে আপনারা (সাংবাদিক) আমাদের নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করবেন।

    শনিবার (২৭ এপ্রিল) বিকালে পিরোজপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রেস ব্রিফিং কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এ সময় তিনি আরো বলেন, গত জাতীয় সংসদ নির্বাচন অপেক্ষা এবারের উপজেলা পরিষদ নির্বাচন আরো কঠোর ও নিরপেক্ষ থাকবেন প্রশাসন নির্বাচন সংশ্লিষ্ট কারো কোন ধরনের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এর আগে ওই দিন বিকালে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো আহসান হাবিব খান।ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ পুলিশের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. জামিল হাসান, পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল ইসলাম, র‌্যাব-৮ এর অধিনায়ক লে: কর্নেল কাজী যুবায়ের আলম, বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলা উদ্দিন, প্রমুখ। এ সময় প্রথম ধাপে অনুষ্ঠিত জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মত বিনিময় করেন।

    জানা গেছে, প্রথম ধাপে জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী এ ৩ উপজেলায় ইভিএম এর মাধ্যমে আগামী ৮ মে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…