বৈষম্য বিরোধী আন্দোলনের বিশ্ব কাপানো আইকন শহীদ আবু সাঈদের স্মৃতি বিজড়িত ক্যাম্পাস রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মো. শওকাত আলী।
প্রফেসর শওকাত আলী উপাচার্য হিসেবে যোগদান করার পরই তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাদের নিয়ে রাতেই ছুটে যান শহীদ আবু সাঈদের কবর জেয়ারত ও শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাতের উদ্দেশ্য । এসময় পীরগঞ্জে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সেখানে উপস্থিত ছাত্র শিক্ষক এলাবাসী পীরগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট গণিতবিদ উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় উপাচার্য মহোদয়কে অভিনন্দন জানান এবং শহীদ আবু সাঈদের এলাকার কৃতি সন্তানকে উপাচার্য হিসেবে নিয়োগ করায় মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনুসকে ধন্যবাদ জানান। এসময় শিক্ষা উপদেষ্টাসহ উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভূইয়া সজীব, আকতার হোসেন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে বিশেষভাবে ধন্যবাদ ঙ্গাপন করেন।
এলাকাবাসী ও শহীদ পরিবারের পক্ষ থেকে দাবিদেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত শহীদ আবু সাঈদের পরিবারকে চাকুরী প্রদানের সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণা দেন। তার পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান উপাচার্য। এসময় ছাত্র ছাত্রী এবং এলাকাবাসী শহীদ আবু সাঈদের খুনিদের বিচার নিশ্চিত করতে এবং বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী জড়িত তাদের বিচারের দাবি জানালে উপাচার্য মামলা পরিচালনায় সবধরনের সহযোগিতা এমনকি জড়িত শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীদের বিচারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
উপাচার্য এসময় বলেন, আমি রংপুরের সন্তান হিসেবে শহীদ আবু সাঈদদের স্বপ্ন পূরণে কাজ করে যাব।
এইচএ