লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা জিএফ ইউনিয়ন কলেজ প্রাঙ্গনে এমন আয়োজন করা হয়। এতে প্রায় ১ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন। এছাড়া তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডাঃ রফিকুল ইসলাম মিয়ার নেতৃত্বে ১৮জন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য এড. হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এড. সাইফুল ইসলাম শাহিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন।
এছাড়া উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশ্চিম বিএনপির সদস্য সচিব এড. মাহবুবুর রহমন খোকন, যুগ্ম আহবায়ক এড. জহিরুল আলম, ফখরুল ইসলাম স্বপন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহি উদ্দিন পাটোয়ারী বিটু,জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, দালাল বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমির আহমেদ রাজু, সদর উপজেলা পশ্চিম ছাত্রদল আহবায়ক আব্দুল মজিদ, সদস্য সচিব মিজানুর রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিএনপি একটি মানবিক সংগঠন।
সকল মানবিক বিপর্যয়ে বিএনপি মানুষের পাশে রয়েছে। আর আওয়ামী লীগ ষড়যন্ত্র করে। দেশে স্মরণকালে বন্যা হয়েছে, যা একমাত্র ভারত থেকে আসা পানির কারনে। এ বন্যার ফলে কৃষি, মৎস্য খাতসহ বিভিন্ন সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে। আশা করি অন্তবর্তিকালীন সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন।
এআই