এইমাত্র
  • আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪
  • ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু
  • চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
  • টাঙ্গাইলে পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন
  • সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তারকৃতরা মুক্তি পাচ্ছেন
  • একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনের সময় বাড়ল তিন দিন
  • গাইবান্ধায় মৃত্যুর ২৫ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন
  • মোদিকে গদিচ্যুত না করা পর্যন্ত আমি মরব না: খাড়গে
  • অর্থনীতি পুনর্গঠনে জাপানের সহযোগিতা অপরিহার্য: প্রধান উপদেষ্টা
  • কিশোরগঞ্জে শশুর বাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু
  • আজ সোমবার, ১৫ আশ্বিন, ১৪৩১ | ৩০ সেপ্টেম্বর, ২০২৪
    আবহাওয়া

    সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

    সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ এএম

    মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, যা তাপমাত্রা কমতে শুরু করেছে। এরইমধ্যে আবহাওয়া অধিদপ্তর সারা দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে। একইসঙ্গে তাপমাত্রা কমতে পারে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

    আবহাওয়া বিজ্ঞপ্তিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে কোনো সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়নি। তবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী ১ অক্টোবর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর তিন থেকে চারদিন সেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আর এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…