রয়্যাল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কো: লি: দ্বারা পরিচালিত আরবিআইএমসিও বিজিএফআই (RBIMCO BGFI) ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, রয়্যাল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কো: লি: দ্বারা পরিচালিত আরবিআইএমসিও বিজিএফআই ফান্ড (RBIMCO BGFI) ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড আপনাকে জানাতে চায় যে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের পত্র নং-এর মাধ্যমে উপরে উল্লিখিত তহবিল বন্ধ করার অনুমোদন দিয়েছে।
BSEC/MF & SPV/MF-210120191130 তারিখ ২৪ সেপ্টেম্বর, ২০২৪।
আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি সংশ্লিষ্ট সকলকে তাদের দাবি জমা দেওয়ার জন্য অনুরোধ করছে তহবিল থেকে লভ্যাংশ ফেরত বা অন্য কোনো দাবির জন্য। আগামী ১০ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ বিবরণসহ বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি পিএলসি, ট্রাস্টি বিভাগ, ১ম তলা, ৪২ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ ঠিকানায় ট্রাস্টির কাছে এ দাবি জমা দিতে হবে।
উল্লিখিত তারিখের পরে প্রাপ্ত কোনো দাবি গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।