জীবনে সবারই প্রেম আসে। তবে কয়জনেরই বা প্রেমে সফল হয়। তবে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা কমবেশি সবাই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। অনেক সময় আমাদের সেই চেষ্টা কাজে আসে। আবার কিছু সময় বিভিন্ন কারণে তা টিকিয়ে রাখা সম্ভব হয় না। মুহূর্তের ভেঙে যায় একসঙ্গে দেখা স্বপ্নগুলো। আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর অধিকাংশেরই প্রাক্তনের প্রতি থাকে হাজারটা অভিযোগ। তবে সব ভুলে গিয়ে প্রাক্তনকে ক্ষমা করে দেয়ায় বুদ্ধিমানের কাজ। আর যদি না করে থাকেন, তাহলে আজকে করে দিন।
কেননা আজ ১৭ অক্টোবর, প্রাক্তনকে ক্ষমা করার দিন। আর এই বিচিত্র দিবসের যাত্রা শুরু ২০১৮ সালে। প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। অবশ্য প্রাক্তনকে ক্ষমা করার এই দিবসের কোন আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবুও দিবসটি পালনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বিষয়ে বিভিন্ন মন্তব্য পোস্ট করেন।
প্রেমের সম্পর্ক যে কারণেই ভাঙে না কেন, সবারই প্রাক্তনকে ঘিরে রাগ, ক্ষোভ, অভিমান কমবেশি থেকেই যায়। এসব মনে রেখে নিজেকে কষ্ট না দিয়ে এ অভিযোগ ও ঘৃণা মন থেকে দ্রুত মুছে ফেলা জরুরি। সহজ নয়, তবে ক্ষমা করার জন্যই দিবসটির আবির্ভাব।
জানা যায়, দিবসটির জন্ম হয়েছে ইন্টারনেট থেকেই। ২০১৮ সালে যাত্রা শুরু হয় ‘ইন্টারন্যাশনাল ফরগিভ অ্যান এক্স ডে’।
ক্ষমা একটি মহৎ গুণ'। এই গুণটির মাধ্যমেই সবাই বুঝতে পারবেন আপনি কীভাবে মানুষকে উপলব্ধি করেন। তাছাড়া আপনাকে দেখে অন্যরাও উত্সাহি হবে। মানে আপনার ক্ষমা করে দেখে অন্যরাও তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেবে। এভাবে ছড়িয়ে পড়বে ক্ষমা করার গুণ। তাহলেই তো জীবন আরও সুন্দর হবে।
এবি