এইমাত্র
  • পুলিশে ‘ছাত্রলীগ’ খুঁজতে ৬ বিসিএসে ফের ভেরিফিকেশন
  • মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরপাকড়: বাথরুমের জানালায় আটকা প্রবাসী
  • রাষ্ট্রপতির অপসারণসহ ৩ বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির সঙ্গে: হাসনাত
  • রংপুরে জাপার লাঠি মিছিলের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না: সারজিস আলম
  • দেশ পচে গেছে, সংস্কার করতে হবে: মান্না
  • রাষ্ট্রপতি ইস্যুতে দলের ভেতরে আলোচনা করে সিদ্ধান্ত দেবে বিএনপি
  • শুধু ছাত্রলীগ যুবলীগ নয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে
  • ‘ছদ্মবেশে’ বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ
  • দেশের প্রেক্ষাগৃহে আসছে 'পুষ্পা টু'-'ভুলভুলাইয়া থ্রি'
  • আজ রবিবার, ১১ কার্তিক, ১৪৩১ | ২৭ অক্টোবর, ২০২৪
    আন্তর্জাতিক

    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরপাকড়: বাথরুমের জানালায় আটকা প্রবাসী

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম
    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম

    মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরপাকড়: বাথরুমের জানালায় আটকা প্রবাসী

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম

    মালয়েশিয়ার প্রদেশে প্রদেশে সর্বত্র চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটির তেরেঙ্গানু রাজ্যে শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালানো হয়। অভিবাসন বিভাগের অভিযান চলাকালীন সময়ে পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকে যান এক প্রবাসী।

    শনিবার (২৬ অক্টোবর) কসমো অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কাম্পুং নিসান এমপাটের একটি ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন এক প্রবাসী। তবে তার সে চেষ্টা সফল হয়নি। বাথরুমের জানালায় আটকে যান তিনি। পরে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে।

    প্রতিবেদনে আরও বলা হয়, জানালায় আটকে যাওয়া ওই অভিবাসীকে উদ্ধারে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা মই ব্যবহার করেন। ওই ফ্লাটে ৩৫ জন বিদেশি বাস করতেন। বিদেশিদের প্রত্যেকেই মালয়েশিয়ার মারাং এবং কুয়ালা নিরাসের নির্মাণ স্থাপনায় কাজ করতেন।

    শনিবার তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মাত আমিন হাসান জানান, অভিযানের সময় ভবন থেকে যাতে কেউ পালিয়ে যেতে না পারে, কর্তৃপক্ষ সব পথ বন্ধ করে দেয়। বিদেশিরা ভবনের জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন। তবে সব প্রস্থান পথ বন্ধ থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

    অভিযানে দুই কিশোরসহ মোট ২১৮ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশ, মিয়ানমার , পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকসহ ৩৫ জনকে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে।

    তবে সেখানে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। আটককৃতদের আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলেও জানান উপ-পরিচালক মাত আমিন হাসান।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…