এইমাত্র
  • শাহজালালে ৬০টি স্বর্ণের বার জব্দ
  • এনআইডি সেবা নিতে ফ্রিতে কথা বলা যাবে হটলাইনে
  • ‘২২৭ মার্ডারের লাইন্সেস পেয়ে গেছি’, হাসিনার নতুন ফোনালাপ
  • গণভবন জাদুঘরে ‘আয়নাঘরের’ রেপ্লিকা থাকা উচিত
  • সিরাজগঞ্জে ব্যবসায়ী শুভ'র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
  • ৮ কোটি টাকার জন্য স্ত্রীর হাতে স্বামী খুন
  • শীতে তিন মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করতে নির্দেশনা
  • হজ্বের খরচ কমিয়ে দুইটি প্যাকেজ ঘোষণা করা হবে: ধর্ম উপদেষ্টা
  • সলিমুল্লাহ কলেজে লাঠি হাতে যুবক, আতঙ্কে শিক্ষার্থী
  • লালমনিরহাটে দিপালী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
  • আজ সোমবার, ১৩ কার্তিক, ১৪৩১ | ২৮ অক্টোবর, ২০২৪
    দেশজুড়ে

    ‘চাকরিটাই আমার মৃত্যুর জন্য দায়ী’

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম
    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

    ‘চাকরিটাই আমার মৃত্যুর জন্য দায়ী’

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৫৮ পিএম

    কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক দপ্তরীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটছে।

    সোমবার (২৮ অক্টোবর) সকালের দিকে অত্র বিদ্যালয়ের ভিতরে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

    অত্র বিদ্যালয়ে দায়িত্বরত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গণমাধ্যম কর্মীরা কথা বলে জানতে পারে। নিহত যুবক হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাচরপাড়া এলাকার বাসিন্দা হাজী আবু বকরের দ্বিতীয় ছেলে নুরুল আলম (২৭) ও ৩ কন্যা সন্তানের জনক। সে দীর্ঘ দিন ধরে খারাংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর পোস্টে দায়িত্ব পালন করে আসছেন।

    প্রতিদিনের ন্যায় নুরুল আলম আজকেও বিদ্যালয়ে গিয়ে যথা নিয়মে উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সব কক্ষগুলো খুলে দেয়। এরপর একটি কক্ষের ভিতরে প্রবেশ করে সে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়।

    এদিকে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর অবশেষে কয়েক জন শিক্ষার্থী বিদ্যালয়ের একটি কক্ষ ভিতর থেকে দরজা আটকানো অবস্থায় দেখতে পায়। ভিতরে কেউ আছে মনে করে দরজাটি খোলার জন্য প্রথমে নক করে। এরপর কোন সাড়া শব্দ না পেয়ে দরজাটি খোলার চেষ্টা করে এবং শিক্ষকদের কাছে বিষয়টি অবিহিত করে। একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীরা মিলে দরজা ভেঙ্গে কক্ষের ভিতরে প্রবেশ করে দেখতে পায় দপ্তরী নুরুল আলম গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে আছে।

    শিক্ষক-শিক্ষার্থীরা প্রাথমিক ধারনা করছেন, সে চিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

    অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বেলাল উদ্দিন সময়ের কন্ঠস্বরকে বলেন, নিহত দপ্তরী নুরুল আলমের লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

    উক্ত চিরকুটে লিখা আছে আমার মৃত্যুর জন্য আমার বাবা, মা, আত্নীয় স্বজন ও স্কুল কর্তৃপক্ষের কেউই দায়ী নয়। *আমার চাকরিটা শুধু আমার মৃত্যুর জন্য দায়ী*

    তবে সে কেন আত্নহত্যা করেছে তার সঠিক কোন কারণ আমার জানা নেই বলেও জানান এই শিক্ষক।

    নাম প্রকাশে অনিচ্ছুক ঐ এলাকার বাসিন্দা কয়েকজন ব্যক্তি সময়ের কন্ঠস্বরকে জানিয়েছেন এই মৃত্যুর পিছনে কোন রহস্য লুকিয়ে আছে কিনা তা সঠিক তথ্য উদঘাটন করা জরুরি। কারন গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত না থেকে কক্ষের মেঝেতে পড়া অবস্থায় ছিল।

    টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন সময়ের কন্ঠস্বরকে জানান বিষয়টি শুনার সাথে সাথে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    ওসি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে জানতে পারবো এই মৃত্যুর পিছনে কোন রহস্য লুকিয়ে আছে কিনা।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…