একের পর এক ব্যবসা সফল ছবিতে অভিনয় করে বলিউডে কিংবদন্তিদের কাতারে চলে গেছেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সন্তানদের নিয়ে কথা বলেছেন কিং খান খ্যাত শাহরুখ।
শাহরুখ খান তিন সন্তানের বাবা। আরিয়ান, সুহানা ও আব্রাম। আব্রাম সবার চোখের মণি। শাহরুখ খানের ডায়ালগ অনুযায়ী- ‘বেটে কো হাত লাগানে সে পাহেলে বাপ সে মিল লো..’ সন্তানের জন্য শাহরুখ সবটাই করতে পারেন। কিন্তু তিন সন্তানের মধ্যে যদি ঝগড়া হয়? তিন সন্তান যদি একে অপরের সঙ্গে লড়াই শুরু করেন তাহলে? এমন এক প্রশ্নের জবাব দিতে গিয়ে আটকে গেলেন শাহরুখ খান।
অভিনেতার জন্মদিন উপলক্ষে শনিবার ফ্যান মিটের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখকে যারা ভালোবাসেন তাদের অনেকেই। সেখানেই কিং খানকে একের পর এক প্রশ্ন করা হয়। একজন জিজ্ঞেস করে বসেন, যদি আপনার তিন সন্তানের মধ্যে ঝগড়া লাগে, আপনি কার দিকে যাবেন? কার পক্ষ নেবেন?
শাহরুখ প্রশ্ন শুনেই আগে হেসে নিলেন। কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর জবাব দিতে শুরু করলেন। তিনি জানালেন, আজ পর্যন্ত এসব নিয়ে ভাবিনি। কারণ তার সন্তানদের এখনো লড়াই করতে দেখেননি।
শাহরুখ বলেন, ‘আমি ভাবছি সত্যিই অদ্ভুত। ওদের কোনো জিনিস নিয়ে আজ অবধি লড়াই হয়নি। আর যেন না হয়, নইলে আমার সম্পত্তির ভাগাভাগি করতে খুব সমস্যা হয়ে যাবে।’
শাহরুখ জানান, ‘আমার মনে হয় আমি সুহানার পক্ষ নেব। কারণ ছেলেরা ঠিক আছে; কিন্তু সারা শরীরে লোম। আমি মেয়েদের এত ভালোবাসি। তাদের দেখলেই আমার মিষ্টি লাগে এবং তাদের দেখলেই আমার মনে হয় শক্তিশালী। আমি এজন্যই সুহানার পক্ষ নেব, কারণ আমি শক্তির দিকে থাকতে চাই। এজন্য আমি আমার মেয়ের দিকে থাকতে চাই।’
এসএফ