টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক আর নেই। ৬৮ বছর বয়সে গতকাল রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
হেলেনার মৃত্যুসংবাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। সেইসঙ্গে প্রকাশ করেচঘেন গভীর শোক। তবে হেক্লেনার মৃত্যুর কারণ জানাননি তিনি।
মৃত্যুর আগে শেষবার সোশ্যাল হ্যান্ডেলে হেলেন একটি স্ট্যাটাস লেখেন গতকাল রোববার রাত ৯টার দিকে। সেখানে লিখেছিলেন, কীরকম একটা অস্বস্তি অনূভূতি হচ্ছে, জানি না হঠাৎ এমন কেন লাগছে। খুবই ভারাক্রান্ত ও কনফিউজড লাগছে। এরপরই মৃত্যুসংবাদ আসে হেলেনার।
১৯৭৯ সালে বিয়ে করেন মিঠুন ও হেলেনা। কিন্তু তাদের বিয়ে সুখের হয়নি। মাত্র চার মাসেই আলাদা হয়ে যান তারা। মিঠুনের সঙ্গে বিচ্ছেদের পর বলিউডকেও বিদায় জানান হেলেনা। থিতু হন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে এক এয়ারলাইনস প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন তিনি।
হেলেনার আগে মিঠুনের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল মমতা শঙ্করের সঙ্গে। তবে নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর চন্দ্রদয় ঘোষকে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর। আর তার এক বছর পর মিঠুন আর হেলেনা বিয়ে করেন। ১৯৭৯ সালে বিয়ে আর ডিভোর্স দুটোই। এখানেই শেষ নয়, ১৯৭৯ সালেই মিঠুন দ্বিতীয়বার বিয়ে করেন যোগিতা বালিকে।