সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা সীমান্তে মোশারফ (২৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (০৫ নভেম্বর)সন্ধ্যায় জেলার দোয়ারা বাজার উপজেলার পেকপড়া থেকে আটক করে। সে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের দলিয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে দোয়ারা বাজার উপজেলা সীমান্তের পেকপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার নিশিকান্তের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২২৯/৪- এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পেকপাড়া নামক স্থান থেকে তাকে মালামালসহ আটক করে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট,কাতার ৭ রিয়াল,একটি মোটরসাইকেল,মোবাইল জব্দ করে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান,আটক আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্তে টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।
এআই