ময়মনসিংহের হালুয়াঘাটে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের ধলাপানি এলাকার একটি ধানক্ষেত থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
নবজাতক বাচ্চাটি মেয়ে, তার বয়স আনুমানিক ১ দিন হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানক্ষেতের কাছাকাছি কুকুরের আনোগোনা দেখে স্থানীয়রা। এতে সন্দেহ হলে ঘটনাস্থলে গিয়ে একটি শপিং ব্যাগের ভেতর মেয়ে নবজাতকের মরদেহটি দেখে পায় উৎসুক জনতা। সেখান থেকে স্থানীয় একজন জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি অবগত করলে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকালে শিশুটির বাম হাতের উপরে অংশে একটি টোকেনের দেখা মেলে। হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অনুসন্ধান চালালেও কোন তথ্য মেলেনি বলে জানায় ঘটনাস্থল পরিদর্শন করা এসআই শরিফুল ইসলাম।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, এখন পর্যন্ত উদ্ধার হওয়া নবজাতকের কোনো পরিচয় বা ক্লু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ময়নাতদন্ত এবং ডিএনএ নমুনা রেখে ময়মনসিংহের আঞ্জুমান মফিদুলে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
এইচএ