সুনামগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই সংসদের জামিন আবেদন করলে আদালত আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা আজকে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাস-স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইলে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশ তাদের উপর হামলা চালায়। এতে অধিকাংশ শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় আহত এক শিক্ষার্থীর ভাই গত (০২ সেপ্টেম্বর) আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
এইচএ