সবশেষ প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জিতেন আলজেরিয়ার বক্সার ইমানে খেলিফে; কিন্তু তার সর্বশেষ মেডিকেল রিপোর্টে জানা যায় তিনি আসলে নারী নন, নারীর পরিচয় বহন করা একজন পুরুষ।
বিষয়টি নিশ্চিত হয়েছেন ফরাসি সাংবাদিক জাফফার আইত আওদিয়া। তিনি জানিয়েছেন, ইমানে খেলিফের দুটি ক্রোমোজোম ও অণ্ডকোষ রয়েছে।
আলজেরিয়ার বক্সার সম্প্রতি ২০২৪ প্যারিস অলিম্পিকে নারীদের বিভাগে বক্সিংয়ে স্বর্ণপদক জিতেছেন। তার নারী হওয়া নিয়েই প্রশ্ন উঠেছে।
প্যারিসের ক্রেমলিন-বিকেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্সের মোহাম্মদ লামিন ডেবাঘাইন হাসপাতালের বিশেষজ্ঞদের দ্বারা ২০২৩ সালের জুনে খসড়া তৈরি করা হয়।
এসএফ