দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় একজন আটক হাকিমপুর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হাকমিপুর উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিকের ছেলে।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা।
তিনি বলেন, হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় একটি মামলা হয়। যার মামলা নং-৭। আসামী আওয়ামীলীগের সাথে জড়িত থাকার অপরাধে তাকে আটক করা হয়। পরে উক্ত আসামীকে আইন প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। অন্য আসামী আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
এমআর