চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঘুরতে আসা ১৭ বছরের এক তরুণীকে তিন বখাটে তরুণ মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মহামায়া এলাকার গহীন পাহাড়ী জঙ্গলে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে মহামায়া ঘুরতে আসেন প্রেমিক যুগল। এ সময় তারা একান্ত সময় কাটানোর জন্য মহামায়া লেকের গহীনে গেলে তাদের ফলো করতে থাকে সঙ্ঘবদ্ধ তিন বকাটে যুবক। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে। পরে প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকেট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। এসময় পুলিশ গিয়ে প্রেমিক যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের বলেন, মহামায়া লেকে এক তরুণী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের সনাক্তকরণে চেষ্টা চলছে।
এফএস