লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে দুই শিশুসহ ১১ জনের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দক্ষিণ মেক্সিকোর চিলপানসিঙ্গো শহরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ১১ জনের মরদেহের মধ্যে ২জন নাবালক শিশু রয়েছে বলে জানিয়েছে গুয়েরেরো রাজ্যের প্রসিকিউটররা। চিলপানসিঙ্গো শহরে পরিত্যক্ত পিকআপ ভ্যানে লাশ রয়েছে, এমন তথ্য ফোনে পায় স্থানীয় পুলিশ। তারপর গভীর রাতে অভিযান পরিচালনার পর সত্যি-সত্যিই ভ্যানে লাশগুলো খুঁজে পায় পুলিশের সদস্যরা। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
চিলপানসিঙ্গো শহরের মোট জনসংখ্যা প্রায় ৩ লাখ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূল চোরাচালান রুটে অবস্থানের কারণে গুয়েরেরো মেক্সিকোর অন্যতম সহিংস রাজ্য। গত বছর রাজ্যে ১৮৯০টি খুনের ঘটনা ঘটেছে। মেক্সিকোতে গত ২ জুনের নির্বাচনের সময় রাজ্যে কমপক্ষে ছয়জন প্রার্থী নিহত হয়েছেন।
২০০৬ সালে সরকার মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে মেক্সিকো জুড়ে সাড়ে ৪ লাখের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং কয়েক হাজার নিখোঁজ হয়েছেন।
এসএফ