এইমাত্র
  • নানা-নানীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত নিহত আবদুল্লাহ, পেলেন গার্ড অব অনার
  • ১শ’ দিন পরও আহতদের সুচিকিৎসা দিতে না পারায় বিশৃঙ্খলা হয়েছে: উমামা ফাতেমা
  • অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা সিটি কলেজ
  • গুমের বিরুদ্ধে আইন করতে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই: আইন উপদেষ্টা
  • আগের নিয়মে ফিরছে বৃত্তি পরীক্ষা
  • ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
  • জুমা শেষে কাকরাইল ছাড়লেন সাদপন্থিরা
  • কাকরাইল মসজিদ দখলে নিলেন সাদপন্থিরা
  • বঙ্গবন্ধু বাদ দিয়ে নতুন নামে খুলেছে গাজীপুরের সাফারি পার্ক
  • জনগণের আকাশচুম্বী প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ: আইসিজি
  • আজ শুক্রবার, ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    আ.লীগের সাবেক ২ এমপি ভাই-বোনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম
    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

    আ.লীগের সাবেক ২ এমপি ভাই-বোনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

    রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

    কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, তার ছেলে সুমগ্ন করিম ও তার ভাই একই আসনের সাবেক এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে।

    এ মামলার অপর দুই আসামি হলেন- গাড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: টিপু।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শাহজাদপুর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানির আদালতে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফল তলা গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. শাহাদৎ হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

    তিনি শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়ীত্ব প্রাপ্ত)। বাদীর আইনজীবি এ্যাডভোকেট মো. হোসাইন সহিদ সোহরায়ারদী বিষয়টি নিশ্চিত করেছেন।

    শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রেট আদালতের ব্রেঞ্চ সহকারী আশরাফুল আলম জানান, আদালত মামলাটি সিরাজগঞ্জ সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

    মামলার বাদী মো. শাহাদৎ হোসেন জানান, ২০২২ সালের ২৫ জুন শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে তিনি অন্যের জমি ভাড়া নিয়ে ১ কোটি ৮০ হাজার টাকার ৯০ লাখ সেফটি ড্রেজারের বালু কিনে বিক্রি করা অবস্থায় ২০২২ সালের ২৬ জুন নামিক আসামীরা বাঁধা প্রদান করে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে নামিক অসামিরা আমাকে ধরে নিয়ে মারপিট করে ও হত্যার হুমকি দিয়ে তারা সবকিছু নিজেদের কব্জায় নিয়ে নেয়। ফলে আমার ২ কোটি ২৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ফলে আমি আদালতে মামলা দায়ের করেছি।

    আসামী সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি চয়ন ইসলাম ও মো. টিপুর মোবাইল ফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…