এইমাত্র
  • মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • এবার ভারতের নামে মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাকিস্তানের নালিশ
  • বন্ধ চিনিকলগুলো একটার পর একটা চালু করার চেষ্টা করছি: শিল্প উপদেষ্টা
  • বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ষড়যন্ত্র করছে ভারত ও হাসিনা: সাকি
  • নারীদের আসন দিতে হবে ১০০টি: ড. বদিউল আলম
  • ‘আনসার লীগের পর সরকার এবার আহত লীগের খপ্পড়ে পড়েছে’
  • শহিদদের নামে প্রতি উপজেলায় স্টেডিয়াম: ক্রীড়া উপদেষ্টা
  • মুন্সিগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • যুদ্ধ বন্ধে লেবাননের যে কোনও সিদ্ধান্তে সমর্থন দেবে তেহরান
  • নাটোরে এক যুগ ধরে জর্জড়িত খাল পরিচ্ছন্ন অভিযানে ইউএনও
  • আজ শনিবার, ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৫৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

    কুয়াশায় ঢাকা দিনাজপুর, তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

    উত্তরের জেলা দিনাজপুরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। হিমালয়ের সন্নিকটে অবস্থানের কারণে এ অঞ্চলে শীতের অনুভূতি তুলনামূলকভাবে তীব্র। কার্তিক মাসের শুরু থেকেই দিনাজপুরের পরিবেশে শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। মধ্য রাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারিদিক।

    শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

    এদিকে শীতের তীব্রতার কারণে মহাসড়কে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক। সন্ধ্যার পর থেকেই মৃদু হিমেল বাতাস আর হিম কণা আভাস জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। তবে কুয়াশার চাদরে ঢাকা পড়লেও শীতের তীব্রতা সেভাবে নেই।

    দিনাজপুর শহরের রামনগর এলাকার ইজিবাইকচালক সাগর ইসলাম বলেন, কয়েকদিন থেকেই হালকা হালকা শীত অনুভব হচ্ছে। গত কয়েকদিন থেকে আজ সকালে কুয়াশায় চারপাশ ঢেকে গেছে। বেশিদূর দেখা যাচ্ছে না। যদিও বা ঠান্ডা নেই সেভাবে। শীত এলে ঠান্ডা আর কুয়াশায় আমাদের গাড়ি চালানো একটু কষ্টকর হয়ে যায়।

    দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার। এছাড়া, গতকাল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

    উল্লেখ্য, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনিবার নওগাঁর বদলগাছিতে রেকর্ড করা হয়েছে, যেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…