এইমাত্র
  • আগামী বছর ব্যাংকে ছুটি ২৭ দিন
  • সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর পদত্যাগের তথ্যটি সঠিক নয়
  • পিস্তল উঁচিয়ে ‘ফাঁকা গুলি’, সাবেক এমপিকে মারধর করে পুলিশে দিল জনতা
  • প্রবাসীদের বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টা
  • হাথুরুসিংহের সঙ্গে বিবাদ নিয়ে এবার মুখ খুললেন নাসুম
  • ঘনকুয়াশায় ঢাকার ফ্লাইট নামবে চট্টগ্রাম-সিলেটে
  • পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য
  • কবে যুক্তরাজ্য যাবেন সিদ্ধান্ত খালেদা জিয়ার: পররাষ্ট্র উপদেষ্টা
  • পরাজিত শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাই ঐক্যবদ্ধ থাকুন: ড. ইউনূস
  • খাবারের সময় সালাম দেওয়া-নেওয়া যাবে কি?
  • আজ সোমবার, ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪
    খেলা

    হাথুরুসিংহের সঙ্গে বিবাদ নিয়ে এবার মুখ খুললেন নাসুম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

    হাথুরুসিংহের সঙ্গে বিবাদ নিয়ে এবার মুখ খুললেন নাসুম

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

    গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ চলাকালে তৎকালীন হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মনোমালিন্য হয় স্পিনার নাসুম আহমেদের। অভিযোগ ওঠে, কোচ সেসময় নাসুমকে শারীরিকভাবে আঘাত করেন। নাজমুল হাসান পাপনের বোর্ড সে ঘটনা চেপে যেতে চেয়েছিল, তবে নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ এই ঘটনার জন্য লংকান কোচকে দায়ী করে বরখাস্ত করেছেন।

    অবশেষে হাথুরুসিংহের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুলেছেন নাসুম। ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘আমি এই বিষয়ে (শারীরিকভাবে লাঞ্চিত) কিছুই বলতে চাই না। গত এক বছরে এই বিষয়ে আমি কারো সাথে কথা বলিনি। আমি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম এবং তিনি আমাকে ফেরত দিয়েছেন। এক বছর পর আমি যেখানে ছিলাম (জাতীয় দলে) সেখানে ফিরে এসেছি।’

    ‘এখন এটি আমাকে ধরে রাখতে হবে এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। অতীত আপনি জানেন, সারাদেশ জানে (যা ঘটেছে) এবং আমি এখন পর্যন্ত এই বিষয়ে একটি শব্দও বলিনি। আমি এ সম্পর্কে কথা বলতে চাই না’-যোগ করেন এই স্পিনার।

    সে ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নাসুম। তার পারফরম্যান্সেও এর প্রভাব পড়েছে জানিয়ে নাসুম বলেছেন, ‘দেখুন, আমি সেই সব বিষয় নিয়ে চিন্তা করি যা ঘটেছে (ওয়াল্ড কাপের পর), এটি একটা বড় সমস্যা হতে পারে। এটা ঠিক যে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছি কিন্তু তারপরও আমি প্রিমিয়ার লিগে খেলেছি। প্রথম চার ম্যাচে কোনো উইকেট পাইনি।’

    তবে পরে সে অধ্যায় ভুলে আবার ছন্দে ফিরেছেন তিনি, ‘পরের ১২ ম্যাচে ২৪ উইকেট নিয়েছি, যার মধ্যে একটি ৫ উইকেটও ছিল। তাই আমি কিছু সময়ের মধ্যেই আমার ছন্দে ফিরেছি এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছি।’

    হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার পর দলে ফিরেছেন নাসুম। প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফেরা এই স্পিনারের পারফরম্যান্সও মন্দ নয়। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে ২৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ২৮ রানে ৩ উইকেট।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…