বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, শহীদ বীর মো. আব্দুল্লাহ এর স্মরণে শোক র্যালী, আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের সাংগঠনিক নেতৃবৃন্দরা।
রবিবার (১৭ নভেম্বর) সকালে এক র্যালী বেনাপোল বলফিল্ড ও পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে বেনাপোল পৌর শহর ও স্থলবন্দরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে শহীদ বীর আব্দুল্লাহ এর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের সাংগঠনিক উপদেষ্টা ও বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল মান্নানসহ বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা
এমআর