এইমাত্র
  • দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রেস উইং
  • রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ, আটক অভিনেত্রী সোহানা সাবা
  • একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
  • এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল
  • শেখ হাসিনার বিচারের মঞ্চ হবে ফাঁসির মঞ্চ : সারজিস
  • গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি ‘বায়তুল আমান’
  • বগুড়ায় আওয়ামী লীগ ও জাসদ কার্যালয়ে ভাঙচুর-আগুন
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে হামলা ভাঙচুর আগুন
  • ফের রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার
  • ফ্যাসিস্ট সরকারের দোসররা এ দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে : টুকু
  • আজ শুক্রবার, ২৩ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫
    দেশজুড়ে

    কুয়াকাটায় হোটেল ভাড়া না দিয়ে 'পালিয়েছে' দম্পতি, ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম
    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

    কুয়াকাটায় হোটেল ভাড়া না দিয়ে 'পালিয়েছে' দম্পতি, ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

    জুয়েল ফরাজী, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:৩২ পিএম

    পটুয়াখালীর কুয়াকাটায় স্বামী-স্ত্রী পরিচয়ে একটি আবাসিক হোটেল ভাড়া করেন শরীয়তপুরের সোহান-আফসানা দম্পতি। তবে বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে হোটেলের ভাড়ার টাকা না দিয়ে রুমের মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

    হোটেল সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি শরিয়তপুর জেলার সদর মনোহর বাজারের উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে ইমাম হাসান সোহান ও তার দেওয়া পরিচয় অনুযায়ী স্ত্রী আফসানা বিথী কুয়াকাটা হোটেল রাজমহলের একটি কক্ষ ভাড়া নেয়। প্রথমদিকে ভাড়া ঠিকভাবে দিলেও কিছুদিন পরে ভাড়া নিয়ে গড়িমসি করলে হোটেল রিসিপশনিস্ট মোহাম্মদ শামীমের সন্দেহ হলে ভাড়ার জন্য করা তাগিদ দিলে সুযোগ বুঝে রুমের মূল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়েন। এসময় রুমে অপ্রয়োজনীয় কিছু পোশাক ও একটি স্কুল ব্যাগ রেখে যায়।

    এদিকে যে বা যাহারা এই দম্পতির সন্ধান দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে হোটেল রাজমহল কর্তৃপক্ষ।

    রাজমহল হোটেলের পরিচালক মো. বুলবুল আহম্মেদ বলেন, কুয়াকাটা ঘুরতে আসা পর্যটকদের জন্য আবাসিক সেবামূলক একটি প্রতিষ্ঠান হোটেল রাজমহল। অতিথিদের সর্বোচ্চে সেবা এবং সার্ভিস দিয়ে থাকি আমরা। তাদের আর্থিক সমস্যা থাকলে সেটা বলতে পারতো কিন্তু এই দম্পতি ভাড়া না দিয়ে রুমের মালামাল নিয়ে যেভাবে পালিয়ে গেছে এটা আসলেই দুঃখজনক। সকলের সহযোগিতার মাধ্যমে এই দম্পতির সন্ধান চাই। যে বা যার মাধ্যমে সঠিক সন্ধান পাবো তাকে পুরস্কৃত করা হবে।

    এ বিষয় কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ বলেন, আসলে এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। অনেক ভালো পর্যটকের মাঝে দু'একজন নিজ নিজ এলাকার সুনাম নষ্ট করে অপকর্ম করে পালিয়ে যায়। পরিশেষে এর ভর্তুকি হোটেল স্টাফ বা ম্যানেজারদের গুনতে হয়। এদেরকে শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

    মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেলে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করো।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…