চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা নিজেদের ইচ্ছামতো সময়ে আসেন এবং চলে যান, যার ফলে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা প্রায়ই দেরি করে আসেন এবং সেবার সময়ও আগে চলে যান, ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও রোগীরা চিকিৎসক পান না। এই অনিয়মের কারণে স্বাস্থ্যসেবায় বড় ধরনের বিঘ্ন ঘটছে এবং রোগীদের দুর্ভোগ বাড়ছে।
সরেজমিনে রবিবার (২৪ নভেম্বর) গিয়ে জানতে চাইলে রোগী ও কর্মকর্তারা জানান, চিকিৎসকরা প্রতিদিন প্রায় ১০টার দিকে আসেন এবং দেড়টার আগেই চলে যান, যার কারণে রোগীরা দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসক পান না। স্বাস্থ্যকেন্দ্রের নিয়ম অনুযায়ী, সকাল ৮টায় চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ার কথা হলেও, চিকিৎসকরা সেভাবে সময়মতো আসেন না।
এদিকে, সুয়াবিল ইউনিয়নের আলম মিয়া জানান, প্রতিদিনই একই অবস্থা ঘটে এবং এতে রোগীরা চরম দুর্ভোগে পড়েন। এক চিকিৎসক নাম প্রকাশ না করে জানান, ভোরে উঠে শহর থেকে স্বাস্থ্যকেন্দ্রে আসা সম্ভব না হওয়ায় সময়মতো আসা কঠিন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, চিকিৎসকরা এখানে থাকার প্রতি আগ্রহী নন, যার কারণে দেরি হয়। চট্টগ্রাম জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী জানিয়েছেন, এ ধরনের অনিয়ম পুরোপুরি অগ্রহণযোগ্য, এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমআর