খাদ্যের অভাবে সেন্টমার্টিন দ্বীপের কুকুরগুলো মৃত্যুমুখে পড়ায় এগিয়ে এসেছে ‘ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ’ নামে ঢাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
রোববার (২৪ নভেম্বর) টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাট দিয়ে এই সংগঠনের ১১ সদস্যের প্রতিনিধি দল ৫ হাজার ডিম, ৩ হাজার কেজি ডগফুড, মুরগির মাংস, চাল-ডাল ও ২০০ কুকুরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে সেন্টমার্টিন গেছেন।
দলের নেতৃত্বে থাকা আবদুল কাইয়ুম বলেন, বিকেলে দ্বীপে পৌঁছে প্রথম দিনের মতো অভুক্ত কুকুরদের খাবার দেওয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দ্বীপের সব কুকুরকে খাদ্য সহায়তার আওতায় আনা হবে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে প্রায় ৪ হাজার কুকুর রয়েছে। পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় কুকুরগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না, ফলে তারা ক্ষুধার্ত অবস্থায় দ্বীপজুড়ে ছুটে বেড়াচ্ছে। ইতোমধ্যে প্রায় শতাধিক কুকুর খাবারের অভাবে মারা গেছে।
তিনি বলেন, কুকুরগুলো পর্যটকদের ফেলে যাওয়া খাবারের ওপর নির্ভর করতো। তবে পর্যটক সীমিত করায় মানুষ এবং প্রাণী-উভয়ই সংকটে পড়েছে।
এফএস