এইমাত্র
  • ছাত্র জনতাকে অভিবাদন জানিয়ে যে বার্তা দিলেন মাহফুজ
  • শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন মো. ফাহাদ
  • জিয়াউর রহমান নিয়ে মন্তব্য: বিচারপতিকে ডিম ছুঁড়লেন আইনজীবীরা
  • ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ফার্মা সাপ্লাই চেইন ও মার্কেটিং বিষয়ক সেমিনার
  • প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
  • দেশের সার্বিক পরিস্থিতিতে ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুল
  • আইনজীবী সাইফুল খুনের ঘটনায় যা বললেন ফারুকী
  • ৪৬ তম বিসিএস প্রিলির পুনরায় ফল প্রকাশ
  • চুয়াডাঙ্গায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
  • আজ বুধবার, ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    সখীপুরে 'ওয়ার্ড মাস্টার' প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম
    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

    সখীপুরে 'ওয়ার্ড মাস্টার' প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পিএম

    টাঙ্গাইলের সখীপুরে 'গুড নেইবার বাংলাদেশ' সখীপুর সিডিপি'র উদ্যোগে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় সখীপুর পিএম পাইলট (গভঃ) স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    ইংরেজি বিষয়ে পারদর্শী করতে প্রাথমিক পর্যায়ে উপজেলার বাছাইকৃত ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ৭২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে থেকে ১৮কি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধা তালিকার শীর্ষে ৫২ জন শিক্ষার্থী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে। মেধা তালিকায় শীর্ষ ৫ জনকে পুরস্কৃত করা হয়। এ ৫ জন টাঙ্গাইলে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।এবং জেলা পর্যায়ে শীর্ষ ৫ জন জাতীয় পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইংরেজি বিষয়ে পারদর্শী করতে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    সখীপুর পিএম পাইলট (গভঃ) স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিডিপি ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ।

    এছাড়াও বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, সখীপুর পিএম পাইলট (গভঃ) স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, সহকারী শিক্ষক আব্দুস সোবহান তালুকদার সখীপুর সিডিপির সহকারী ম্যানেজার ঝর্না খাতুন, সখীপুর জিএনবি আশা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীর চন্দ্র দাস, সখীপুর সিডিপি'র ফ্যাসিলেটেটর এডমিন আব্দুল হালিম ও কোঅপারেটি সাপোর্ট অফিসার ওবায়দুল্লাহ প্রমুখ।

    এ সময় সিডিপি ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষারমান বাড়াতে আজ আমরা উপজেলা ১৮টি বিদ্যালয়ের ৮ম শ্রেণির বাছাইকৃত ৫২ জন শিক্ষার্থীর মাঝে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদের মধ্যে থেকে মেধা তালিকার শীর্ষে ৫ জনকে চূড়ান্ত ভাবে বিজয়ী করা হয়। ওই বিজয়ী ৫ জন জেলা পর্যায়ে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ বলেন, গুড নেইবারস বাংলাদেশ'র এমন ব্যতিক্রমি উদ্যোগকে স্বাগত জানাই। আশাকরি এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে পারদর্শী হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…