জামারপুরের বকশীগঞ্জে মাত্র ২০০ টাকার জন্য স্বামীর হাতে খুন হয়েছেন এক গৃহবধূ । বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় লাশ উদ্ধার এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম রহিমা বেগম (৩০)। তার স্বামী বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় কুলুপাড়া গ্রামের ইলিয়াছ আলী (৩৫), পেশায় ভ্যানচালক। সেই সঙ্গে তার একটি মুদি দোকানও রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াছ আলী ভ্যান চালাতে গেলে তার অনুপস্থিতিতে দোকান পরিচালনা করেন তার স্ত্রী রহিমা বেগম। বুধবার সকালে দোকানের মালামাল বিক্রির টাকার হিসেবে ২শ’ টাকার গড়মিল হয়। এই নিয়ে ইলিয়াছ আলী ও তার স্ত্রী রহিমা বেগমের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইলিয়াছ আলী উত্তেজিত হয়ে তার স্ত্রীকে কিল ঘুষি মারতে থাকে। কিল ঘুষির আঘাতে রহিমা বেগম গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়ে। পরে চিকিৎসার জন্য বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত রহিমার স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ইলিয়াছ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবতী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচএ