জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ফার্মা সাপ্লাই চেইন ও মার্কেটিংয়ের সমসাময়িক প্রবণতা’ বিষয়ক বিশেষ সেমিনার।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দেশের খ্যাতনামা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওরিয়ন ফার্মার মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান জনাব মাকসুদুর রহমান। তিনি ফার্মাসিউটিক্যাল খাতের সরবরাহ ব্যবস্থাপনা ও আধুনিক মার্কেটিং কৌশল নিয়ে তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ৫ম তলায় মার্কেটিং বিভাগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা মাকসুদুর রহমান তার বক্তব্যে ফার্মাসিউটিক্যাল সাপ্লাই চেইন ব্যবস্থাপনার আধুনিক সমস্যা ও সমাধান, প্রযুক্তি-নির্ভর কার্যক্রম, এবং গ্রাহক-প্রকৃতি অনুযায়ী মার্কেটিং কৌশলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল খাতে মার্কেটিং পড়ুয়াদের জন্য খোলা আছে অবারিত সুযোগ। মার্কেটিং এক্সপার্টরাই এই সেক্টরকে সর্বসাধারণে সামনে তুলে ধরে। এসময় তিনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফার্মা ও হিউম্যান সাইকোলোজি বিষয়ে অতিরিক্ত ডিগ্রী বা কোর্স করার বিষয়ে পরামর্শ প্রদান করেন। তিনি মনে করেন, সংশ্লিষ্ঠ বিষয়ে অতিরিক্ত দক্ষতাগুলো প্রতিযোগীতামূলক চাকরির বাজারে একজনকে বাকিদের থেকে অনন্য করে তুলবে।
এ দিন সেশনে আরও উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন, প্রভাষক মাহমুদা আক্তার এবং সুমনা আক্তার সুমি। সেমিনারে মার্কেটিং বিভাগের ৪ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা বক্তার সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং ফার্মা ইন্ডাস্ট্রি, মার্কেটিং সহ বিভিন্ন বিষয় নিয়ে জানার স্পৃহা পূরণ করেন।
মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান দেওয়া, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে। এ ধরনের সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে।”
এআই