মুন্সিগঞ্জ সদর উপজেলার চিতলীয়া বাজার সড়কের পাশে থাকা ২টি গাছ জোরপূর্বক কাটার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। আরও একটি গাছ কাটা চলমান রয়েছে।
বুধবার (২৭ সকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের চিতলীয়া বাজার সড়কের বড় মাঝিকান্দি গ্রাম সংলগ্ন এ গাছ কাটার চিত্র দেখ গেছে।
জানা গেছে, সদর উপজেলার বকুলতলা-চিতলীয়া বাজার সড়কের মাঝিকান্দি গ্রামে সড়কে গাছ কাটছেন সেলিম মাদবর নামের লোক। তিনি এর আগেও এ সড়কের ৬টি গাছ কেটেছেন৷ এখন ২টি গাছে কেটেছেন। আরও একটি কাটছেন শ্রমিক জসিম ও তার লোকজন।
জসিম জানান, গাছগুলো সরকারি নাকি মালিকানা তা তার জানা নেই।
সড়কের গাছ কাটার কথা স্বীকার করে অভিযুক্ত সেলিম মাদবর বলেন, গাছগুলো আমাদের পৈতৃক। আমাদের জমিতে লাগানো। আমি সরকারি গাছ কাটছি না। ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে কাটছি।
এদিকে গাছগুলো বিষয়ে বনবিভাগ ও এলজিআরডি সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এ সড়কটি সড়ক ও জনপদের। তাদের সাথে যোগাযোগ করুন।
মুন্সিগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী মো. ফাহিম হাসান বলেন, আমাকে সকালেও একজন ফোন দিয়েছিলো। আমি লোক পাঠাচ্ছি। বিষয়টা খতিয়ে দেখার জন্য।
এইচএ