দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার অংশ হিসেবে উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কয়েকটি এলাকা ও মন্দির পরিদর্শন করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিরামপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কয়েকটি এলাকা ও মন্দির পরিদর্শনের সময় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মশিহ্ উদ্দিন আহমেদ, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী ও তন্ময় হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন জানান, বিরামপুর উপজেলায় সকল ধর্মের মানুষজনের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিতে করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
লেফটেন্যান্ট কর্ণেলমশিহ্ উদ্দিন আহমেদ জানান, দেশ ও দেশের মানুষের জন্য সেনাবাহিনী আস্থার সাথে কাজ করে যাচ্ছে এবং সবসময় দেশের মানুষের সেবায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
ওসি মমতাজুল হক জানান, দেশের সাম্প্রতিক ঘটনায় বিরামপুরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
এআই