এইমাত্র
  • ছাত্র জনতাকে অভিবাদন জানিয়ে যে বার্তা দিলেন মাহফুজ
  • শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ভূষিত হলেন মো. ফাহাদ
  • জিয়াউর রহমান নিয়ে মন্তব্য: বিচারপতিকে ডিম ছুঁড়লেন আইনজীবীরা
  • ভারতের উচিত তার দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা: তথ্য উপদেষ্টা
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে ফার্মা সাপ্লাই চেইন ও মার্কেটিং বিষয়ক সেমিনার
  • প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
  • দেশের সার্বিক পরিস্থিতিতে ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুল
  • আইনজীবী সাইফুল খুনের ঘটনায় যা বললেন ফারুকী
  • ৪৬ তম বিসিএস প্রিলির পুনরায় ফল প্রকাশ
  • চুয়াডাঙ্গায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
  • আজ বুধবার, ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    এবার মিয়ানমারের জান্তার সঙ্গে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

    এবার মিয়ানমারের জান্তার সঙ্গে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

    মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী জোটের অংশ একটি জাতিগত সশস্ত্র বাহিনী জান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে।

    সোমবার রাতে টিএনএলএ এই ঘোষণা দিয়েছে তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ)।

    মিয়ানমার-চীন সীমান্তে তারা এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে। মিয়ানমারে স্থিতিশীলতার রক্ষক হিসাবেই দেশটির সেনাবাহিনীকে বিবেচনা করে চীন। গৃহযুদ্ধে সেই সামরিক বাহিনীর দ্রুত পতনের মধ্যেই বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করে আসছে বেইজিং।

    ২০২১ সালে গণতন্ত্রের আইকন অং সান সু চি'র নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। শান্তিপূর্ণ প্রতিবাদ হিসাবে শুরু হলেও পরবর্তীতে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন কয়েকটি ফ্রন্টে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়।

    টিএনএলএ তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দাবি উত্তরাঞ্চলীয় শান রাজ্যে সামরিক বাহিনী বিমান হামলা বন্ধ করুক। এ ছাড়াও বিবৃতিতে আলোচনার ইচ্ছা প্রকাশ করে চীনের মধ্যস্থতার প্রচেষ্টার জন্য প্রশংসাও করা হয়েছে।

    গোষ্ঠীটির মুখপাত্র লোয়ে ইয়ে উ বলেছেন, ‘আমাদের বেসামরিক নাগরিকেরা বিমান হামলা এবং অন্যান্য সংকটে আক্রান্ত। তাই আমাদের একটি উপায় খুঁজে বের করতে হবে।’

    ২০২৩ সালে শুরু হওয়া ‘অপারেশন ১০২৭’ নামে একটি সমন্বিত আক্রমণের অংশ টিএনএলএ। অপারেশন শুরুর তারিখ অনুসারে এই নাম ঠিক করা হয়েছে। অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সেনাবাহিনীকে এই আন্দোলনেই সবচেয়ে বড় চ্যালেঞ্জে ফেলেছে। বেশ কয়েকটি শহর এবং সামরিক পোস্টের নিয়ন্ত্রণ হারিয়েছে সেনাবাহিনী।

    এ বিষয়ে মন্তব্য জানার জন্য বার্তাসংস্থা রয়টার্স এই জোটের অন্য দুটো গ্রুপ আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে যোগাযোগ করলেও সে অনুরোধে সাড়া পাওয়া যায়নি।

    এর আগে জানুয়ারিতে চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছেছিল বিদ্রোহী জোটটি। কিন্তু জুনে এই চুক্তি ভেস্তে যায় এবং আবার যুদ্ধ শুরু হয়।

    টিএনএলএ এর বিবৃতির প্রতিক্রিয়া জানতে চেয়ে যোগাযোগ করা হলেও রয়টার্সের অনুরোধে সাড়া দেননি মিয়ানমার জান্তার মুখপাত্র এবং ইয়াঙ্গুনে চীনের দূতাবাস।

    মিয়ানমারের সেনাবাহিনীর সমান্তরাল প্রশাসন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বলেছে, দেশটির সংকটে মধ্যস্থতায় জড়ানোর সময় বেইজিংকে অবশ্যই মিয়ানমারের জনগণের আকাঙ্ক্ষা বিবেচনায় রাখতে হবে।

    এনইউজি এর মুখপাত্র কিয়াও জাও বলেছেন, ‘মিয়ানমারের জনগণের ইচ্ছার বিরুদ্ধে এমন বৈঠক না করার জন্য চীনকে উত্সাহিত করতে চাই, কারণ এটা দেশের শান্তির জন্য সহায়ক হবে না।’

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…