এইমাত্র
  • বরিশালে চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ
  • সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
  • ভাঙছে ইন্ডিয়া জোট!
  • স্বর্ণ চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
  • কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন কোহলি
  • সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন
  • আজ শুক্রবার, ১৩ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪
    বিনোদন

    যেখানে মিলে গেলেন মেহজাবীন চৌধুরী-তাসনিয়া ফারিণ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

    যেখানে মিলে গেলেন মেহজাবীন চৌধুরী-তাসনিয়া ফারিণ

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ পিএম

    সময়ের অন্যতম জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। বর্তমানে দুজনের কাজের ব্যস্ততাই সমানে সমান। একজন শুধু সিনেমা নিয়ে তো আরেকজন নাটক, সিনেমা ও ওটিটি নিয়ে। কাজের মধ্যেই তাদের বন্ধুত্বও নজর কেড়েছে ভক্তদের। একসঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতেও দেখা গেছে তাদের।

    বছর শেষে কাজের ব্যস্ততা দুজনেরই রয়েছে। মেহজাবীন বর্তমানে তার 'প্রিয় মালতী' সিনেমার ইন্টারন্যাশনাল ট্যুর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম 'হাউ সুইট'। এতে তার বিপরীতে অভিনয় করবেন জিয়াউল ফারুক অপূর্ব। এর শুটিংয়ে আজ থেকে বরিশালে যুক্ত হচ্ছেন ফারিণ। ওয়েব ফিল্মটি ২০২৫ সালের ভালোবাসা দিবসে প্রচার হবে।

    এদিকে গতকাল(১ ডিসেম্বর) মেহজাবীন ও ফারিণ একটি অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে তারা নিজেদের সম্পর্ক ও একসঙ্গে পর্দায় কাজ করা নিয়ে কথা বলেন। নিজেদের সম্পর্ক নিয়ে শুরুতেই মেহজাবীন বলেন, 'কাজের সুবাদে আমরা দুজন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ একসঙ্গে ভ্রমণ করেছি। আমাদের অনেক সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে, যা আমাদের ভক্তদেরও নজর কেড়েছে, তাদের কাছে ভালোও লেগেছে। আমরা সবশেষ আমেরিকায় ঘুরেছি। এ সময় দেশটির বিভিন্ন শহর ঘুরেছি এবং আমার প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার একটি ম্যাচও একসঙ্গে দেখেছি। তাই দুজনের একসঙ্গে ভালো কিছু মেমোরি হয়েছে, যা ভবিষ্যতে আমাদের সম্পর্কটা আরও বেশি সমৃদ্ধ করবে।'

    এ সময় নিজেদের একসঙ্গে অভিয় করার বিষয়ে এ অভিনেত্রী আরও বলেন, 'আমরা একসঙ্গে এখনো কাজ করিনি। একটি নাটকে ফারিণের ক্যামিও ছিল আমার সঙ্গে। তবে একসঙ্গে কাজের বিষয়টি আমাদের হাতে থাকে না। নির্মাতা যদি আমাদের দুজনকে নিয়ে কখনো কাজ করার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই করব। তার অভিনয় আমার সবসময়ই ভালো লাগে।'

    ফারিণ বরাবরই মেহজাবীনের কাজের ভক্ত। তার নতুন সিনেমা 'প্রিয় মালতী' দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে এ অভিনেত্রী হলে গিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। এ ছাড়া দুজনের বেশ কিছু বিষয়ের মিলও রয়েছে।

    নাটক ছেড়ে দিলেন 'ব্যাচেলর পয়েন্ট'র অন্তরা

    এ নিয়ে ফারিণ বলেন, "মেহজাবীন আপুর সঙ্গে আমার বন্ধুর মতো সম্পর্ক। আমাদের দুজনের একটি জায়গায় অনেক মিল রয়েছে। সেটি হচ্ছে, আমাদের দুজনেরই মানসিকতার সুন্দর মিল রয়েছে, যা বুঝতে পেরেছি তার সঙ্গে ট্যুরে গিয়ে। ট্যুরে আমরা দুজন কোনো কিছু আলাদা আলাদা করার প্ল্যান করতাম। এরপর প্ল্যান নিয়ে যখন গ্রুপ মিটিং করতাম, তখন দেখতাম দুজন একই প্ল্যান করেছি। এ ছাড়া আমি তার কাজের ভক্ত। 'প্রিয় মালতী' দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে হলে গিয়ে দেখব। এ ছাড়া আমাদের একসঙ্গে এখনো কাজ করা হয়নি, সুযোগ এলে অবশ্যই কাজ করব।"

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…