কুমিল্লা মহানগর বিএনপির বহুল প্রতীক্ষিত প্রথম সম্মেলন আগামী ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু'র বাসভবনে কুমিল্লা বিভাগীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ে একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সাধারণ সদস্য সচিব হাজী জসীম উদ্দীন, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে, সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।
কুমিল্লা মহানগর বিএনপি সূত্রে জানা যায়, সম্মেলনটি দুইটি অধিবেশনে অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে কর্মীসভা এবং দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভোটের মাধ্যমে কাউন্সিল গঠিত হবে এবং মহানগর বিএনপির নতুন নেতৃত্ব বাছাই করা হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি উপস্থিতি থাকবে বলে জানা গেছে। এছাড়াও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেবেন।
জানা গেছে, সম্মেলনকে সামনে রেখে কুমিল্লা মহানগর বিএনপি নগরীর ২৭টই ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন আয়োজন শুরু করবে। এসব কর্মসূচি ২৫ ফেব্রুয়ারির আগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, “আমরা ইতিমধ্যেই সম্মেলনকে ঘিরে প্রস্তুতি শুরু করেছি। নগরীর প্রতিটি ওয়ার্ডে একে একে কর্মী সম্মেলন আয়োজন করা হবে, যা ২৫ ফেব্রুয়ারির আগেই শেষ করা হবে।” তিনি আরও বলেন, “নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে এবং দলকে সুসংহত করা হবে।”
মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু বলেন, “এই সম্মেলন সংগঠনকে আরও সুসংহত করবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং সম্মেলনকে সফল করে তুলতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
সম্মেলন থেকে মহানগর বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হবে। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আন্দোলন-সংগ্রামে কার্যকর ভূমিকা রাখবে।
এমআর