ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজের বাইরে নানা কারণে আলোচনায় আসেন। সামাজিক মাধ্যমেও বেশ সরব তিনি। কখনও সাহসী অবতারে নিজেকে তুলে ধরে ভক্তদের মুগ্ধ করেন, আবার কখনও সমালোচনার মুখে পড়েন।
সম্প্রতি সরকার পতন ইস্যুর সময় কিছুটা নীরব ছিলেন ভাবনা। সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা এই সময়টিতে তিনি নিজের মত করে দিন কাটান। তবে গত অক্টোবর থেকে ভাবনা আবারও সরব হয়েছেন। সামাজিক মাধ্যমে তার উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলছে তাকে।
সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তাকে বিয়ের পাত্র বেছে নেওয়ার প্রশ্ন করা হয়। দুটি অপশন দেওয়া হয়-বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস ক্যাডার?
উত্তরে ভাবনা সরাসরি বলেন, 'বিসিএস ক্যাডার!' তার আরও মন্তব্য, 'আমার মা-বাবা এখনও বলেন যে তুমি বিসিএস পরীক্ষাটা দাও। আমি দিতেও পারি। গত বছরও আব্বু বলেছিল। যদিও আমার বয়স আছে এখনও বিসিএস দেওয়ার।'
তুফানের পরই শুরু হয় 'তাণ্ডব'...
ভাবনার এই মন্তব্যে তার ভক্তদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই তার সিদ্ধান্তকে প্রশংসা করেছেন, আবার অনেকে বিসিএস পরীক্ষায় তার অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করেছেন।
অভিনয়ের পাশাপাশি অন্য ক্ষেত্রে আগ্রহ দেখানো এই অভিনেত্রীর জীবনধারা বরাবরই ভক্তদের কাছে অনুপ্রেরণার বিষয় হয়ে ওঠে।