নীলফামারী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে কলেজে অবরুদ্ধ করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করে।
জানা গেছে, শহিদুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়াও কলেজে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে জমি বিক্রি, গাছ বিক্রিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর আবু সাঈদ বলেন, ‘মোহাম্মদ শহীদুল ইসলাম হত্যাসহ একাধিক মামলার আসামি। তিনি মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও নীলফামারী জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক।
এফএস