এইমাত্র
  • সব রেকর্ড ভেঙে তলানিতে ভারতীয় রুপির মান
  • ধেয়ে আসছে ১২ শৈত্যপ্রবাহ, হানা দেবে শিলাবৃষ্টি ও বজ্রঝড়
  • বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ
  • দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক
  • বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতীয় চিকিৎসকদের সংগঠনের
  • বাংলাদেশকে নতজানু-শক্তিহীন ভাবার অবকাশ নেই: আসিফ নজরুল
  • ভারতকে ১১৭ কোটি ডলারের অস্ত্র সরবরাহ: বাইডেনের চুক্তি অনুমোদন
  • ব্যাংকে ‘১৩৪ কোটি টাকা’ নিয়ে ব্যাখ্যা দিলেন মুন্নী সাহা
  • সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের ১৮ প্রস্তাব
  • যেভাবে একটি দেশের অর্থনীতিকে শুকিয়ে ফেলা হয়েছে
  • আজ বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪
    আন্তর্জাতিক

    বোনের দাবি, সরকার পতনের ট্রাম্পকার্ড এখনো ইমরানের হাতে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

    বোনের দাবি, সরকার পতনের ট্রাম্পকার্ড এখনো ইমরানের হাতে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

    ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ ও সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ইসলামাবাদে ডি-চকে সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। কিন্তু পুলিশি বলপ্রয়োগ এবং ব্যাপক ধরপাকড়ের মুখে তিন দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয় ইমরান খানের দল।

    পিটিআইয়ের এই কর্মসূচিকে ‘চূড়ান্ত ডাক’ অভিহিত করেছিল। কিন্তু কোনো সাফল্য ছাড়াই বিক্ষোভ শেষ করে ফিরে যেতে হয় দলটির সমর্থকদের। অনেকে মনে করছেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত, নতুন করে সরকারবিরোধী এবং রাষ্ট্রদ্রোহের মামলায় আর সহসাই ঘুরে দাঁড়াতে পারবে না পিটিআই।

    তবে ইমরান খানের বোন আলিমা খান মঙ্গলবার বলেছেন, সরকার পতনের ট্রাম্পকার্ড এখনো তার ভাইয়ের কাছেই রয়েছে। তার দাবি, লক্ষ্য থেকে এখনো বিচ্যুত হননি ইমরান খান।

    মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন আলিমা খান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেছেন, ইমরান খান তাকে বলেছেন সরকার পতনের ট্রাম্পকার্ড এখনো ধরে রেখেছেন। অর্থ্যাৎ, লক্ষ্য অর্জনে আরো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ইমরান। আর এ কারণে কৌশলও তার জানা আছে।

    আলিমা খান বলেন, ইমরান খান আমাকে বলেছেন তিনি এখনই তার ট্রাম্প কার্ড প্রকাশ করবেন না।

    তিনি আরো বলেন, এর আগের দিন সোমবার ছয় ঘণ্টা অপেক্ষা করেও ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি তিনি।

    আলিমা ইমরান খানের স্বাস্থ্যের অবনতি সম্পর্কে গুজবও উড়িয়ে দিয়ে বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা সম্পূর্ণ সুস্থআছেন।

    পিটিআইয়ের বিক্ষোভে তিন রেঞ্জার ও একজন পুলিশসহ অন্তত চারজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহত হন। অন্যদিকে, সাবেক ক্ষমতাসীন দলটি দাবি করেছে, তাদের অন্তত ১২ জন কর্মী-সমর্থক নিহত হয়েছেন।

    ইমরান খান চেয়েছিলেন, পিটিআইয়ের কর্মসূচি জনগণের ক্ষোভকে তীব্র করবে এবং বিষয়টিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে। কিন্তু পিটিআইয়ের শীর্ষ নেতৃত্ব এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এই সুযোগ নিতে পারেনি। পুলিশি বাঁধার মুখে রহস্যজনকভাবে বিক্ষোভস্থল ত্যাগ করেন বুশরা বিবি।

    আলিমা আরো বলেন, বুশরা বিবি যখন বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছিলেন তখন (বিক্ষোভের সময়) কন্টেইনারে থাকা উচিত ছিল।

    এসএফ

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…