এইমাত্র
  • সব রেকর্ড ভেঙে তলানিতে ভারতীয় রুপির মান
  • ধেয়ে আসছে ১২ শৈত্যপ্রবাহ, হানা দেবে শিলাবৃষ্টি ও বজ্রঝড়
  • বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে বিএসএফ
  • দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক
  • বাংলাদেশি রোগী বয়কট না করার সিদ্ধান্ত ভারতীয় চিকিৎসকদের সংগঠনের
  • বাংলাদেশকে নতজানু-শক্তিহীন ভাবার অবকাশ নেই: আসিফ নজরুল
  • ভারতকে ১১৭ কোটি ডলারের অস্ত্র সরবরাহ: বাইডেনের চুক্তি অনুমোদন
  • ব্যাংকে ‘১৩৪ কোটি টাকা’ নিয়ে ব্যাখ্যা দিলেন মুন্নী সাহা
  • সংবিধান সংস্কারে ইনসানিয়াত বিপ্লবের ১৮ প্রস্তাব
  • যেভাবে একটি দেশের অর্থনীতিকে শুকিয়ে ফেলা হয়েছে
  • আজ বৃহস্পতিবার, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম

    মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম

    ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবি এবং ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি) মোংলা উপজেলা ও পৌর শাখা।

    বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

    বিক্ষোভ মিছিলে 'দিল্লি না ঢাকা',ঢাকা, ঢাকা', 'ইসকন সব জঙ্গি' স্বৈরাচারের সঙ্গী', 'ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', 'ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না', এবং 'ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'ভারতের দালালেরা, হুশিয়ার সাবধান' এসব শ্লোগান দিতে দেখা যায়।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার থেকে মুক্ত হয়েছি, কিন্তু ভারতের আগ্রাসন থেকে মুক্ত হতে পারিনি। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে প্রতিবেশীর মতো, প্রভুর মতো নয়। বিগত বছরে ভারত সম্পর্ক করেছে আওয়ামী লী‌গের সাথে, বাংলাদেশের সাথে নয়।

    স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত পতিত শেখ হাসিনা ও তার ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে বিএনপি নেতাকর্মীদের। আমরা সেই কাজে সর্বদা প্রস্তুত আছি। আমরা ভারতের আগরতলায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো ও হাইকমিশনে হামলা ও ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    বক্তারা আরো বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে ভারত। বাংলাদেশের ছাত্র সমাজ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না।বাংলাদেশ দূতাবাসে হামলার মাধ্যমে ভারত প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আমাদের আমাদের সম্পর্ক ধ্বংস করেছে। আমাদের পতাকা পদদলিত করেছে। এটা বাংলাদেশের ছাত্রসমাজ কখনো মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

    ভারত সবসময় বাংলাদেশকে প্রভুভক্ত করার চেষ্টা করে আসছে। বাংলাদেশের মানুষ জীবিত থাকতে আমরা ভারতের কাছে এক ইঞ্চি জমি ছাড়ব না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের ক্ষতি করতে পারবে না।

    এসময় মোংলা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমরান হোসেন, মোকসেদুল আলম গামা, খোরশেদ আলম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন রনি বাবুল, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, পৌর যুবদল নেতা মোঃ আলাউদ্দিন সহ বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…