এইমাত্র
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ
  • সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
  • ভাঙছে ইন্ডিয়া জোট!
  • স্বর্ণ চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
  • কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন কোহলি
  • সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন
  • কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুঁশিয়ারি এরদোগানের
  • আজ শুক্রবার, ১৩ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪
    রাজধানী

    রাজধানীর কাপ্তানবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

    রাজধানীর কাপ্তানবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

    রাজধানীর কাপ্তান বাজারের এরশাদ মার্কেটে ছুরিকাঘাতে আল-আমিন (২৭) নামে এক যুবক মারা গেছে। এই ঘটনায় দুই ভাই আহত হয়েছে।

    আজ বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পূর্বশত্রুতার জেরে কাপ্তান বাজার এরশাদ মার্কেট ১ নম্বর ভবনের নিচতলায় পকেট গেটের সামনে এই ঘটনা ঘটে। পরে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করে।

    আহতরা হলেন- সুমন আহমেদ (২৫) ও নাহিদ হোসেন (১৯)।

    হাসপাতালে আহত সুমন জানান, তাদের বাড়ি নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামে। বর্তমানে নারিন্দা বসুবাজার এলাকায় ভাড়া থাকেন। বাবার নাম আব্দুল মান্নান। আল-আমিনের স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কাপ্তান বাজার এরশাদ মার্কেটে পুরাতন কাপড়ের ব্যবসা করত আল-আমিন। পাশাপাশি তাদের বনাজীর দোকান রয়েছে।

    সুমন আরও জানান, প্রায় সাত থেকে আট মাস আগে ওয়ারি থেকে আগত কয়েকজন যুবক বনাজী ওষুধের দোকানের সামনে একটি মোটরসাইকেল রেখেছিল। সেই মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে নাহিদ ও আমার সঙ্গে সেই সময় তাদের সঙ্গে ঝগড়া হয়।

    সেই সূত্র ধরেই আজকের ১০-১২ জন আমার দোকানের সামনে এসে আমাকে মারধর করতে থাকে। এই দৃশ্য দেখে আমার বড় ভাই আল-আমিন আমাকে বাঁচাতে গেলে নাহিদ ও আমাকে ছুরিকাঘাত করে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সবাইকে আমরা চিনি। তবে নাম জানি না। তারা ওয়ারি এলাকায় থাকে।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, বিকেলে কাপ্তানবাজার থেকে রক্তাক্ত অবস্থায় স্বজনেরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় দুই ভাই আহত হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…