বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান চীনা রাষ্ট্রদূত।
সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টার সাক্ষাৎ শেষে রাত ৮টা ৫০ মিনিটে খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করেন ইয়াও ওয়েন।
চীনা রাষ্ট্রদূতের এই সাক্ষাৎকে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এই ধারাবাহিক সাক্ষাৎগুলো বিএনপির রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এসএফ