চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার আরেক হোতা রিপন দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ।
গ্রেপ্তার রিপন দাস (২৭) নগরীর কোতোয়ালী থানার হরেশ চন্দ্র মুন্সেফ লেইনের মৃদুল দাসের ছেলে।
হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও দুটি ছবিতে দেখা যায়, লাল হেলমেট, নীল টি-শার্ট ও জিন্স পরা বটি হাতে রিপন আইনজীবী আলিফকে কোপাচ্ছেন। এর আগে বুধবার রাতে আলিফ হত্যার প্রধান আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব স্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলা হয়। আদালত তার জামিন নামঞ্জুর হলে তাকে কারাগারে নিতে বাঁধা দেয় তার অনুসারীরা। এ সময় পুলিশ ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এই মামলার প্রধান আসামি চন্দন দাস। রিপনের ছবি প্রকাশ হলেও তাকে শনাক্ত করতে না পারায় মামলায় আসামি করা হয়নি।
এফএস