দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ১৯৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা সুবিধা করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন রিজান হোসেন।
ম্যাচের শুরুতে দুই ওপেনার কালাম সিদ্দিকি ও জাওয়াদ আবরার সাবধানী সূচনা করলেও, সপ্তম ওভারে মাত্র ১ রান করে ফিরেন কালাম। আরেক ওপেনার জাওয়াদ আবরার করেন ২০ রান। অধিনায়ক আজিজুল হাকিমও ভালো ইনিংস খেলতে ব্যর্থ হন। তার ১৬ রানের ইনিংস শেষে দলীয় স্কোর দাঁড়ায় ৬৬।
এরপর রিজান হোসেন ও শিহাব জেমসের ব্যাটে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই দুইজন মিলে ৬২ রানের জুটি গড়ে দলকে ১০০ রানের মাইলফলক পার করান। শিহাব ৪০ রান করে আউট হলে এই জুটি ভেঙে যায়। এরপর ১২৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ দ্রুত আরও দুটি উইকেট হারায়। দেবাশীষ মাত্র ১ রান করে আউট হন।
রিজান ব্যক্তিগত ৪৭ রানে হার্দিক রাজের বলে বোল্ড হলে বাংলাদেশের রান সংগ্রহে ছন্দপতন ঘটে। তবে ফরিদ হাসানের ৩৯ রানের কার্যকরী ইনিংসে ভর করে বাংলাদেশ ১৯৮ রানে পৌঁছাতে সক্ষম হয়। ইনিংস শেষ হয় ৪৫.১ ওভারে।
ভারতের পক্ষে বুদ্ধজিৎ গুহা, চেতন শর্মা ও হার্দিক রাজ দুইটি করে উইকেট লাভ করেন। এছাড়া আয়ুস মহাত্রে, কেপি কার্তিকেয়া ও কিরন কোর্মলে একটি করে উইকেট নেন।
ভারতের সামনে এখন ১৯৯ রানের লক্ষ্য। ম্যাচটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর ফলাফল টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে।
এসএফ