মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্স’র উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে কমিউনিটি শক্তিশালী করার জরুরত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ডিসেম্বর, রোজ শুক্রবার, বিকাল চার ঘটিকায় মোহাম্মদপুর বাবর রোডস্থ জহুরী মহল্লার গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সারোয়ার তুষার, মীর হুযাইফা আল মামদূহ, কবি ও অধিকারকর্মী ফেরদৌস আরা রুমী, কবি হাসান রোবায়েত, ভাবুক ও বয়াতি এস এম রেজাউল করিম, লেখক ও গবেষক তাসনিম রিফাত, মুফতি মোহাম্মদ এজহারুল হক, প্রকৌশলী ফাইয়াজ ফিরোজ অনি, সংগঠক ও রাজনৈতিক কর্মী মেঘমল্লার বসুসহ জেনেভা ক্যাম্পের প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তে শুধু নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণই নয়, বরং সামাজিক সংগঠনগুলোর অংশীদারিত্বও যেন নিশ্চিত করা যায় সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
এলায়েন্সের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পারভেজ হাসান সুমন এবং সঞ্চালনা করেন মীর হাবিব আল মানজুর। নারী, পুরুষ নির্বিশেষে সমাজের সকল স্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে সুষ্ঠুভাবে আলোচনা সভা সম্পন্ন হয়।
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নাগরিকদের সামাজিক সংহতির জায়গা আরো সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা ব্যক্ত করে এলায়েন্সের পক্ষ থেকে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
এসএফ