এইমাত্র
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
  • কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন কোহলি
  • সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন
  • কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুঁশিয়ারি এরদোগানের
  • চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার
  • সিনেপ্লেক্সের ২০ বছরের রেকর্ড ভাঙল শাকিব খানের 'তুফান'
  • আফগানিস্তানে হামলা চালিয়ে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
  • সুহানা-অগস্ত্যর প্রেমে ভাঙন: নেপথ্যে কী?
  • আজ বৃহস্পতিবার, ১২ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪
    বিনোদন

    বিয়ের ২১ দিন পর শ্রীময়ী অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান কাঞ্চন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

    বিয়ের ২১ দিন পর শ্রীময়ী অন্তঃসত্ত্বা হওয়ার খবর পান কাঞ্চন

    বিনোদন ডেস্ক প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

    টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী রাজের সম্পর্ক নিয়ে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিশেষ আলোচনা শুরু হয়, যখন তারা একে অপরকে বিয়ে করেন। তাদের সংসারে সদ্য আসা কন্যা সন্তানের খবরও মনোযোগ আকর্ষণ করেছে। এ বছরেই তাদের বিয়ে এবং সন্তানের আগমন একাধিক আলোচনার বিষয় হয়ে ওঠে।

    এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৪ সালের যাত্রাটা তুলে ধরলেন এই তারকা দম্পতি। যেখানে জানালেন জীবনের সুখকর কিছু মুহূর্তের গল্প।

    এখন ফিরে দেখলে মনে হয়, এই সালটার অন্যতম স্মরণীয় মুহূর্ত আমাদের বিয়ে। কাঞ্চন বলছেন, ‘এই বছরে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। একটা মনে পড়ে ১৩ ফেব্রুয়ারি রাতের কথা। ১৪ ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি।’

    ১৩ ফেব্রুয়ারি রাতে শ্রীময়ী আমাকে একটি প্রশ্ন করেছিল। বলছিল, ‘কাল কিন্তু ১৪ ফেব্রুয়ারি। আমাদের রেজিস্ট্রি। একবার ভেবে দেখো কিন্তু। তোমাকে একবার ভাবার সুযোগ দিলাম’।

    কাঞ্চনের কথার সুর ধরে শ্রীময়ী কৌতুহল নিরসন করলেন নিজেই। বললেন, ‘এতবার আমাকে শুনতে হয়েছিল, বিবাহিত পুরুষকে বিয়ে করছো, তুমি লোকের ঘর ভেঙেছো...আমার মনে হয় বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ। মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায়। আমি তো নতুনভাবে শুরু করছি। কিন্তু আমার এখনও খারাপ লাগে। কাঞ্চনকে শুনতে হয়, আপনি তো তিনবার, চারবার বিয়ে করেছেন। যারা আসলে বিয়ে করেছেন, তারাই একমাত্র জানেন কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।’

    কাঞ্চনপত্নী আরও বললেন, ‘আমার মনে হয় একটা তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচার, শ্বাস নেওয়ার অধিকার সবার রয়েছে। সেটা আপনি ঠিক করে দেওয়ার কেউ নয়। আর আমি বিশ্বাস করি, জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে। কিন্তু আমি ওকে প্রশ্নটা করেছিলাম তার কারণ, আমি চাইনি আমার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে বলে বা আমাকে একটা জায়গা থেকে বাঁচানোর জন্য চাপে পড়ে বিয়েটা করতেই হবে। তৃতীয় বা চতুর্থবার যেটাই হোক, সঙ্গী হিসেবে আমার জানা উচিত ছিল, কাঞ্চনের মধ্যে কোনও দোষারোপ কাজ করছে না তো?’

    শ্রীময়ীর কথা শেষ হতে না হতেই আলতো হাতে তার পিঠ চাপড়ে দিলেন কাঞ্চন। কেবল এই একটাই যে স্মরণীয় মুহূর্ত তা নয়, কাঞ্চন বলতে শুরু করেন, ‘প্রথম যে দিন কৃষভি আসার খবর জানতে পারি..’, শ্রীময়ী যোগ করেন, ‘বিয়ের ঠিক ২১ দিনের মাথায় জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা।’ কাঞ্চন মুখে হাসি নিয়ে বললেন, ‘হ্যাঁ। আর মনে থাকবে ২ নভেম্বরটা। কৃষভির জন্মের দিন। যেদিন ওটিতে আমি ওর হাত ধরে ছিলাম।’

    নানা বিতর্ক-আলোচনাকে পাশ কাটিয়েই বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রীর এটি প্রথম সংসার হলেও এর আগে দুইবার বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। এটি ছিল তার তৃতীয় বিয়ে।

    এসএফ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…