এইমাত্র
  • পাবনায় ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিকের মৃত্যু
  • তেঁতুলিয়ায় ৪ দিন থেকে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, স্বাভাবিক দিনের তাপমাত্রা
  • জেসিও আমিনুলের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত মন্তব্য: আইএসপিআর
  • বরিশালে চলছে অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ
  • সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
  • ভাঙছে ইন্ডিয়া জোট!
  • স্বর্ণ চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • আজ শুক্রবার, ১৩ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    'বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করার অপচেষ্টা চালাচ্ছে ভারত'

    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

    'বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করার অপচেষ্টা চালাচ্ছে ভারত'

    জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

    বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের বেশকিছু অঞ্চল দখল করে ভারত তাদের দেশকে প্রশারিত করার অপচেষ্টা চালাচ্ছে। গত ১৬ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষন তারই ইঙ্গিত বহন করে। ইতিমধ্যে চট্টগ্রামের নতুন নাম দেয়াসহ নতুন পতাকা ও সরকারের রুপরেখাও দিয়েছে তারা। আমাদের মধ্যে থেকে কতিপয় র-এর এজেন্ট তাদের এ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি।

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আলতাফ চৌধুরী আরো বলেন, আমরা নির্বাচন চাই। তার আগে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, পুলিশ বাহিনী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো ঢেলে সাজাতে হবে। তবে এরজন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করা যাবেনা।

    অপরদিকে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে। বাংলাদেশে হাজার হাজার হিন্দু নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ছাড়া করা হচ্ছে এমন অভিযোগ তুওলছে। অথচ বিবিসি একটি গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম, তারা কিন্তু সচিত্র প্রতিবেদনে দেখিয়েছে বাংলাদেশে এ ধরনের কোন নির্যাতন হচ্ছে না। ভারত বাংলাদেশকে একটি নতাজানু দেশ হিসেবে দেখতে চায়। যেভাবে শেখ হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আগামী দিনে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না। আমরা বাংলাদেশের সঙ্গে ভারতসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা এবং অংশীদারীত্ব ভিত্তিক সম্পর্ক দেখতে চাই। বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া শহীদ মিনার মাঠে পৌর বিএনপি আয়োজিত এক গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    কলাপড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী ফারুকের সভাপতিত্বে এবিএম মোশাররফ হোসেন আরো আরও বলেন, আওয়ামীলীগ গত ১৫ বছর বাংলাদেশটাকে শোষন, লুটপাট করেছে। শেখ হাসিনার শাসন আমলে মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। সব এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউপি চেয়ারম্যান ছিল শেখ হাসিনার। কিন্তু তারাও শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি, দেশ থেকে তাঁকে পালিয়ে যেতে হয়েছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। তিঁনি আমাদের বলেছিলেন তিঁনি মারা গেলে শহীদ জিয়াউর রহমানের পাশে কবর দিতে। তিনি আওয়ামীলীগ নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কোন নেত্রীর রাজনীতি করেন যে আপনাদের ছেড়ে পালিয়ে যায়।

    মোশাররফ আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনের কেমন বাংলাদেশ দেখতে চান, সেজন্য তিনি রুপরেখা দিয়েছেন। তারেক রহমান ঐক্যমতের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করতে চান। সে লক্ষ্যে বিএনপি সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা দিয়েছে। আর কোন রাজনৈতিক দল দেয় নাই।

    তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইসিটি সিকিউরিটি এ্যাক্ট বাতিল, শহীদ মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা, জিডিবির ৫ ভাগ শিক্ষা খাতে ব্যয়, দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়, আজীবন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন সহ বাংলাদেশকে কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। তাই তিনি সবাইে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

    উল্লেখ্য, তুরস্কের একটি এনজিওর অর্থায়নে স্থানীয় নেতৃবৃন্দ এসব উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। জেলার ৫শ ইমাম এবং গত ১৫ বছরে বিভিন্ন হামলা মামলার শিকার ৫শ বিএনপি নেতা কর্মী এবং জুলাই আগষ্ট মাসের গনঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…