নেত্রকোণায় পালিত হয়েছে আর্ন্তজাতিক দুনীতি প্রতিরোধ দিবস। এ উপলক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” বিষয়ক আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে ছোট বাজার স্থানীয় শহীদ মিনারের সমানে সমাবেশ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ অঞ্চল দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় নেত্রকোণা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুষ্ঠানির আয়োজন করে।
জেলা কমিটির সদস্য আলপনা বেগমের সঞ্চালনায় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে সমাবেশ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এর আগে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে কর্মসূচীর ঘোষণা করেন উদ্বোধক জেলা প্রশাসক।
এসময় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, দুদক ময়মনসিং কার্যালয়ের সহাকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন, জেলা প্রতিরোধ কমিটির সদস্য ডাক্তার সাহিদ উদ্দিন আহমেদ স্বপন।
উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) শামীম আল ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, মো. লুৎফর রহমানসহ প্রশাসনের জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ।
এইচএ