এইমাত্র
  • সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫ মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে: আসিফ মাহমুদ
  • সেন্টমার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, আটকা ৭১ যাত্রী
  • ভাঙছে ইন্ডিয়া জোট!
  • স্বর্ণ চোরাচালানের অভিযোগে চট্টগ্রামে উড়োজাহাজ জব্দ
  • ওমরাহ পালনকারীদের জন্য সু-সংবাদ দিলো সৌদি আরব
  • ভোলায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু
  • সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার
  • কনস্টাসকে ধাক্কা দিয়ে সাসপেন্ড হতে পারেন কোহলি
  • সাকিবের দেশে ফিরতে না পারাকে ব্যর্থতা হিসেবে দেখছেন সুজন
  • কুর্দি যোদ্ধাদের কবর রচনার হুঁশিয়ারি এরদোগানের
  • আজ শুক্রবার, ১৩ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪
    দেশজুড়ে

    পাথরঘাটার দুর্নীতি সংবাদের চিত্র প্রদর্শন

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

    পাথরঘাটার দুর্নীতি সংবাদের চিত্র প্রদর্শন

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

    বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বিভিন্ন জাতীয় গনমাধ্যমে প্রকাশিত পাথরঘাটার বিভিন্ন দুর্নীতির বিষয়ে সংবাদের স্থির চিত্র প্রদর্শন করে দুর্নীতির দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    এর আগে, সকাল ১০টায় পাথরঘাটা প্রেসক্লাবের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন।

    পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকোনুজ্জামান খান এর সভাপতিত্বে আলোচনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এমাদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবীব, সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমিন সোহেল ও মরিয়ম চৌধুরী জেবু প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা বিগত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অভিযোগ করেন। এছাড়াও জাতীয় গনমাধ্যমে প্রকাশিত পাথরঘাটার দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া জন্য আহ্বান জানান।

    সভায় পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার বলেন, পাথরঘাটায় এই প্রথম ভিন্নভাবে দুর্নীতির বিষয়ে প্রকাশিত সংবাদ গুলো একসাথে প্রদর্শন করা হয়েছে। এতে করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সার্থকতা পেয়েছে। জাতীয় গনমাধ্যমে প্রকাশিত পাথরঘাটার এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আহ্বান জানান।

    পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকোনুজ্জামান খান বলেন, পরিবার থেকেই দুর্নীতি বিরোধী শিক্ষা নিতে হবে। শুধুমাত্র অর্থনৈতিক দুর্নীতিই দুর্নীতি নয় যে কোনো ধরনের অনিয়ম থেকেই দুর্নীতির শুরু হয়। তাই অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করতে হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…